আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে চলন্ত বাস থেকে পড়ে মা ও সন্তান নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাত্রীবাহি বাস থেকে ছিঁটকে পড়ে মানছুরা (২৫) ও তার সন্তান আসিব (৪) নিহত হয়েছে। মানছুরা নরসিংদী জেলার মাধবদী থানাধীন কান্দাইল এলাকার জাহাঙ্গীরের স্ত্রী। মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের স্থানীয় সাতগ্রাম ইউপির শিমুলতলা এলাকায় এ ঘটনা। খবর পেয়ে রাতেই কাঁচপুর হাইওয়ে ফাঁড়ির পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ীটি উদ্ধার করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। এদিকে নিহতের ভাই আবিদ জানান, নিহত মানছুরা তার সন্তানকে নিয়ে নরসিংদী থেকে রাতে বাসযোগে নিজ বাড়ি কান্দাইলে ফিরছিলেন। আড়াইহাজার উপজেলার শিমুলতলা এলাকায় তারা দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই মা ও সন্তানের মৃত্যু হয়। বুধবার সকালে তাদের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পূর্ণ করা হয়েছে। নিহত মানছুরা স্থানীয় দুপ্তারা ইউপির রাঘবদী এলাকার রহমতপুর দারুল উলুম রহমানিয়া মাদ্রাসার শিক্ষিকা ছিলেন।
কাঁচপুর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোজ্জাফর জানান, নরসিংদী থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ব-০১৪-৮৯৭০ নাম্বারের একটি যাত্রীবাহি বাস যোগে মানছুরা তার সন্তান আসিবকে নিয়ে নিজ বাড়ি কান্দাইলে ফিরছিলেন। তাদের বহনকৃত বাসটি অপর আরেক বাসের সঙ্গে আগে যাওয়ার প্রতিযোগিতা করছিল। আড়াইহাজার উপজেলার শিমুলতলা এলাকায় পৌঁছলে এক পর্যায়ে বাসের দরজা হঠ্যাৎ খুলে যায়। মোজ্জাফর আরও বলেন, প্রথমে মানছুরার সন্তান বাস থেকে রাস্তায় ছিঁটকে পড়ে। এ সময় মা তার সন্তানকে রক্ষা করতে চলন্ত বাস থেকে লাফিয়ে পড়েন। এতে মা ও সন্তান দুইজনই একই গাড়ীর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে চালক ও হেলপার পালিয়ে গেছেন। ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধার করা হয়েছে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি হাইওয়ে পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশের মাধ্যমে থানায় মামলার প্রস্তুতি চলছে।