আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাসের উদ্বোধন

সংবাদচর্চা রিপোর্ট: ‘মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আড়াইহাজারে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাসের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ( ১ অক্টোবর) দুপুরে উপজেলার ঝাউগড়া এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। এসময় নারায়ণগঞ্জ অঞ্চল এলজিইডি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী অনীল চন্দ্র বমণ, নির্বাহী প্রকৌশলী সেলিম সরকার আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেন, উপজেলা এলজিইডি’র প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দিন, উপ-সহকারি প্রকৌশলী সৈয়দ রেজাউল করিম, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী উপস্থিত ছিলেন। উপজেলা এলজিইডি’র সূত্রে জানা গেছে, এলজিইডি দপ্তরের আওতায় গ্রামীণ সড়ক ৮০৬ কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়েছে। এর মধ্যে ৪৫০ কিলোমিটার পাকা ও ৩২৫ কিলোমিটার কাঁচা সড়ক রয়েছে। রক্ষণাবেক্ষণ মাসে প্রায় ১০ কিলোমিটার সড়ক এলসিএস নারী কর্মী দ্বারা রক্ষণাবেক্ষণ বাস্তবায়ন করা হবে।