নিজস্ব প্রতিবেদক:
আড়াইহাজার উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদির নারায়ণগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক পদে পদোন্নতি পাওয়ায় বুধবার সকাল ১১টায় আড়াইহাজার থানা প্রেসক্লাবের উদ্যেগে সংবর্ধনা প্রদান করা হয়।
আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম আবু তালেব, কৃষি কর্মকর্তা রঘুনাথ নাহা, পরিসংখ্যান কর্মকর্তা নুরুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী শাহিন আলম, শাহিনূর আক্তার খুকী, গোপালদী ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ মো. আব্দুল্লাহ, মাশহুদা আক্তার, চিশতীয়া হাসপাতালের এমডি জান্নতুল ফেরদাউস, ওকাপের ফিল্ড অফিসার মো. আমিনুল ইসলাম, এস আই হুমায়ূন কবির, মাধবদী থানা প্রেসক্লাবের সহ সভাপতি তৌহিদুর রহমান, সাধারণ সম্পাদক খন্দকার শাহিন, নিরাপদ সড়ক চাই এর জেলা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সরকার, সাংগঠনিক সম্পাদক নূর আলম, বাংলাদেশ প্রতিদিনের মজিবুর রহমান, যায়যায়দিনের রফিকুল ইসলাম রানা, আমার সংবাদের হাজী শাহজাহান কবির, দৈনিক ইনকিলাবের আল আমিন ভূইয়া, আলোকিত আড়াইহাজারের সম্পাদক আলী আশরাফ, আমাদের সময়ের মো. শাহজাহান সিরাজ, দৈনিক জনতার হাবিবুর রহমার হাবিব, কবি জাহাঙ্গীর আলম, ভোরের ডাকের কামাল শেখ, আমাদের আড়াইহাজারের জাইদুল ইসলাম প্রমুখ।