নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় কুকুরের কামড়ে আব্দুল ওহাব (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা সরকার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ব্যবসায়ী আব্দুল ওহাব ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা সরকার বাড়ি এলাকার সফর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ব্যবসার কাজে বাসা থেকে বের হন আব্দুল ওহাব। পথিমধ্যে তিনটি কুকুর কামড়াকামড়ি করতে করতে একটি কুকুর এসে আব্দুল ওহাবকে কামড় দেয়।
এ সময় আরও দুটি কুকুর তাকে কামড়াতে শুরু করে। তিনটি কুকুরের কামড়ে মাটিতে লুটে পড়েন ওহাব। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এব্যাপারে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম সংবাদচর্চাকে জানান, বিষয়টি শুনে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। ডাক্তার আমাদের বলেছেন আব্দুল ওহাবকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে। তাকে কুকুরে কামড়ায়ছে ঠিক আছে তবে তার হার্ডের রোগ ছিলো।
তিনি আরো জানান, মৃত ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।