আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে কলেজ ছাত্রী অপহরণ ৫ দিনেও উদ্ধার হয়নি

রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার প্রতিনিধি:-

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অপহরণের পর পাঁচ দিনেও পুলিশ উদ্ধার করতে পারেনি সিন্থিয়া আক্তার মীম নামে এক কলেজ ছাত্রীকে। সে স্থানীয় সরকারি সফর আলী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী এবং ছোট বিনাইরচর এলাকার মোতালিবের মেয়ে।

জানা গেছে, রোববার (২৬ নভেম্বর) বাড়ি থেকে কলেজে যাওয়ার সময় সে নিখোঁজ হয়। সোমবার ছাত্রীর বাবা মোতালিব বাদী হয়ে তার মেয়ে কে অপহরণ করা হয়েছে বলে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে স্থানীয় কৃঞ্চপুরা এলাকার রনি, তার বাবা হাসিম, মা আরিফা ও ভাগ্নে শামীমকে আসামি করা হয়েছে।

ছাত্রীর ভগ্নীপতি আবুল কালাম জানান, রোববার সকালে মীম আড়াইহাজার সরকারি সফর আলী কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে সে আর বাড়িতে ফিরেনি। তাদের ধারণা, মীম কে প্রেমের পস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়ে রনি অপরাপরদের সহযোগিতায় অপহরণ করেছে।

আড়াইহাজার থানার ওসি এমএ হক বলেন, এ ঘটনায় লিখিত একটি অভিযোগ পাওয়া গেছে। মীমকে উদ্ধারে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।