আজ মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ইউপি সদস্য গ্রেফতার


নারায়ণগঞ্জের আড়াইহাজারে কাইয়ুম (৩৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। মঙ্গলবার তাকে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত সোমবার রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম। তিনি জানান , তার নামে ওয়ারেন্ট ছিলো। সেই মামলা তাকে গ্রেফতার করে কোর্টে চালান করে দেওয়া হয়েছে। মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমান উল্যাহ আমান বলেন, বেশ কিছু দিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য কাইয়ুম আমাকে বিভিন্ন কুরুচিপূর্ণ ভাষায় গালাগাল ও হুমকী-ধমকী প্রদান করেন। পরে আমি থানায় তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরী করি।