আজ মঙ্গলবার, ১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ সাত জনের বিরুদ্ধে মামলা

আড়াইহাজারে ইউনিয়ন

আড়াইহাজারে ইউনিয়ন

আড়াইহাজার প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেলসহ আরও ছয়জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। পূর্বশক্রতার জের ধরে ৩০ সেপ্টেম্বর আল-আমিন (২৪) নামে এক যুবককে চাপাতি দিয়ে কোপানোর ঘটনায় এ মামলাটি করা হয়। স্থানীয় রুবেল ওই এলাকার আবদুল করিমের ছেলে। আহত আল-আমিন এই এলাকার জসিমউদ্দিনের ছেলে। জসিমউদ্দিন বাদী হয়ে মঙ্গলবার এ মামলাটি করেন। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

আহত আল-আমিনের ভাই ইউছূফ জানান, পূর্বশত্রুতার জের ধরে কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেলসহ আরও ৬জন মিলে ৩০ সেপ্টেম্বর বিকালে দা, কুড়াল দিয়ে আল-আমিনকে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে তাকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও জানান, আল-আমিনের শরীরিরের বিভিন্ন স্থানে ৭টি কোপের আঘাতের চিহৃ রয়েছে।

এসময় বিশ হাজার টাকাসহ তার সঙ্গে থাকা বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় হামলাকারীরা। ঘটনার দুইদিন পর সাতজনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ আবদুল হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।