আজ শুক্রবার, ১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে আটক ৫ ডাকাত রিমান্ডে

সংবাদচর্চা রিপোর্ট:

আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫ ডাকাতের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে  আদালত। রবিবার ( ৮ মার্চ) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের আসামিরা হলেন ঢাকার মাতুয়াইলের মেহের আলীর ছেলে আলমগীর (৫৩), ভোলা জেলার লালমোহন এলাকার সিদ্দিকের ছেলে আমজাদ (২৩), আড়াইহাজার উপজেলার উচিৎপুরা এলাকার শফিকের ছেলে সোহাগ (১৯), নগর ডৌকাদী গ্রামের শাহ আলমের ছেলে হাসান (১৯) , শালমদী গ্রামের নোয়াব আলীর ছেলে তৈয়ব আলী (৩৫)।

জানা গেছে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত পালিয়ে যায়। তারা হলেন, শালমদী এলাকার হাসিম মেম্বারের ছেলে সাইদুর (৩০),  একই এলাকার রিয়াজ। আড়াইহাজার থানার জিডি নং- ৫৫।

প্রসঙ্গত গত ১ মার্চ রোববার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার নোয়াপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের পাশের একটি ঝোপ থেকে ৫ ডাকাতকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ছুরি, একটি শাবল এবং তালা কাটার একটি যন্ত্র উদ্ধার করা হয়।  আসামিরা স্বীকার করেছেন তারা ডাকাতি করতে এসেছিলো।