রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার প্রতিনিধি:-
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আওয়ামী যুবলীগের উপজেলা, ইউনিয়ন ও ২টি পৌরসভা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভা যাত্রা সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেলে আড়াইহাজার পৌরসভা মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আড়াইহাজার উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আহমেদুল কবির উজ্জল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম পি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। সভায় প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভা এলাকা থেকে নেতা কর্মীরা শোভাযাত্রার মাধ্যমে উপস্থিত হন। এর মধ্যে বিশনন্দী ইউনিয়ন আওয়ামী যুবলীগের পক্ষ থেকে ওই ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আনোয়ারুল হক মোল্লা, সাধারণ সম্পাদক আরজু মিয়া, শ্রমিক লীগের সভাপতি মোঃ আব্দুল্লাহ প্রমুখ এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উপস্থিত হন।###