আজ শনিবার, ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা

আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মঙ্গলবার অভিমান করে সুরভী নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছে। আশঙ্কা জনক অবস্থায় তাকে উপজেলা করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে শ্রীনিবাদীর খাসেরকান্দি এলাকার জমিরউদ্দিনের মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সুরভীকে স্কুল ফাঁকি দেয়ায় তার বাবা তাকে বকাঝকা করে। পরে সে অভিমান করে ঘরে থাকা ধান ক্ষেতে ব্যবহারের কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন তাকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কত্যর্বরত চিকিৎসকরা জানিয়েছেন, তার পাকস্থলী থেকে বিষাক্ত পদার্থ বের করা হয়েছে। সুরভী আপাতত শঙ্কা মুক্ত।