আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে অপহরন মামলার আসামী গ্রেফতার

আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পোশাক শ্রমিক শাহ আলম অপহরন মামলায় আসামী মাজহারুল নামে আরও এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার ভোরে উপজেলা দুপ্তারা ইউনিয়নের কাঁঠালিয়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
এনিয়ে এ মামলার তিনজন আসামীকে গ্রেফতার করা হলো। গ্রেফতার মাজহারুল ওই এলাকার আব্দুল মোতালিবের ছেলে।

আড়াইহাজারর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম জানান, গত ১০ জানুয়ারী ছিনতাই করা মোটর সাইকেল বিক্রির টাকা না দেয়ার জেরে আরিফ (২৫) ও তার ভগ্নিপতি শাহ আলমকে (৩২) সাতদিন উজান গোবিন্দী এলাকায় একটি বাড়িতে আটকে রেখে মোবাইলে তার পরিবারের কাছে তাদের মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবী করে। এদের মধ্যে আরিফ কৌশল করে রশির বাঁধন খুলে কক্ষ থেকে পালিয়ে এসে থ্রিপল নাইনে ফোন করে বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে শাহ্আলমকে উদ্ধার করে। এঘটনায় থানায় একটি অপহরণ মামলা হয়।