আজ মঙ্গলবার, ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াই কোটি রুপির প্রস্তাব ফিরিয়ে দিলেন আলিয়া!

বিনোদন: চলতি সময়ে বলিউডের অন্যতম মেধাবী অভিনেত্রী আলিয়া ভাট। ভিন্ন ঢঙের অভিনয়-পারফরমেন্স দিয়ে এরইমধ্যে দর্শকদের হৃদয় জয় করেছেন তিনি। আবেদনময়ী উপস্থাপনার জন্যও তার জুড়ি নেই।

সব মিলিয়ে বলিউডে বেশ ব্যস্ত সময় পার করছেন এ তারকা।  তবে নতুন খবর হলো মুম্বইয়ের একটি ফাইভ স্টার হোটেলের নিউ ইয়ার পার্টির বড় আয়োজনে এবার পারফরম্যান্সের ডাক পেয়েছিলেন আলিয়া।

শুধু তাই নয়, ৪০ মিনিট পারফরম্যান্সের জন্য তাকে প্রস্তাব করা হয় আড়াই কোটি রুপি। কিন্তু অবাক করার বিষয় হলো সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। নিউ ইয়ার পার্টিতে অর্থের বিনিময়ে নাচার কোন ইচ্ছে নেই বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। এ বিষয়ে আলিয়া বলেন, আমি গত কয়েক বছরে কোনো নিউ ইয়ার পার্টিতে অর্থের বিনিময়ে পারফর্ম করিনি।

আমি কেবল অভিনয় করেই যেতে চাই। এ ধরনের শো করার ইচ্ছে নেই আমার। এ কারণেই এ প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছি আমি। কোনো নিউ ইয়ার পার্টিতে আমি কখনোই নাচবো না, যদি সেটা অর্থের বিনিময়ে হয়।