আজ রবিবার, ২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আসামের এনআরসি প্রধানকে বদলি

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের জাতীয় নাগরিক তালিকার (এনআরসি) প্রধান প্রতীক হাজলাকে বদলি করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ তাকে বদলির নির্দেশ দেন। ভারতীয় টেলিভিশন এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানা গেছে।

এনডিটিভির প্রতিবেদনে অনুযায়ী, আসামে এনআরসির প্রধান ৪৮ বছর বয়সী প্রতীক হাজলাকে বতলি করে মধ্যপ্রদেশে পাঠানো হয়েছে। আসাম-মেঘালয় ক্যাডারের ১৯৯৫ ব্যাচের আইসিএস কর্মকর্তা তিনি। তার বিরুদ্ধে তথ্য অনিয়মের অভিযোগ রয়েছে বলেই এমন পদক্ষেপ নিল আদালত।