আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আলীরটেকে বই বিতরণ

নিজস্ব সংবাদদাতা:

নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন আলীরটেক ইউনিয়নে ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামুল্যে নতুন পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে আলীরটেক ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বই বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়েরমনিজিং কমিটির সভাপতি মো. শাহিন সরকার বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামিতে দেশ পরিচালনা করবে। শিক্ষার্থীদেরকে সঠিক ভাবে পরিচর্চা করকেত হবে। এদেরকে সু’শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, নতুন বই নিয়ে বাসায় রেখে দিলে হবে না। এ বই পড়তে হবে। একই সাথে বই পড়ার অভ্যাস তৈরী করতে হবে। লেখা পড়ার পাশা খেলা ধুলায় অংশগ্রহন করতে হবে।
বিাদ্যালয় কমিটির সদস্য ও আলীরটেক ইউপি যুবলীগ নেতা এসবি শাহিন সরকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে উন্নত করতে হলে সবার আগে শিক্ষাকে উন্নত করতে হবে। এ জন্য বছরের প্রথম দিনে ছাত্র ছাত্রীদের মাঝে বর্তমান সরকার বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করেছেন। বই মানুষকে আলোকিত করে। এ বই পড়ে শিক্ষার্থীরা একদিন অনেক বড় হবে। ছাত্র ছাত্রীরা নতুন বই পেয়ে সু শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে আলোকিত করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারি প্রধান শিক্ষক শামিমা আকতার, জাহান উল্লাহ।

সর্বশেষ সংবাদ