নিজস্ব প্রতিবেদক:
আমেরিকায় অবস্থানরত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন নারায়ণগঞ্জের একটি আদালত।
মঙ্গলবার (২৪ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালত তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের নারায়ণগঞ্জ সদর মডেল থানার (মামলা নং-২(১)১৫) ভাঙচুর মামলায় মঙ্গলবার আদালতে চার্জ গঠনের শুনানি ছিল। তার আইনজীবী সময় আবেদন করলে আদালত সময় আবেদন না মঞ্জুর করে এবং জামিন বাতিল করে এটিএম কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
প্রসঙ্গত, গত ৮ এপ্রিল আমেরিকায় অনেকটা নীরবে চলে গিয়েছেন অন্তত ৩৬টি মামলার আসামি এটিএম কামাল। যদিও তার পরিবারের দাবি তিনি চিকিৎসার জন্য আমেরিকায় গিয়েছেন।
তবে বিভিন্ন মিডিয়ার খবর অনুযায়ী বিএনপি নেতাকর্মীদের অভিযোগ এটিএম কামাল আমেরিকায় খোশ মেজাজে আছেন। দলের কঠিন সময়ে বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে নিজের পিঠ বাঁচাতে তিনি পালিয়ে গেছেন।
তবে এবিষয়ে এটিএম কামাল আমেরিকায় গিয়েও মিডিয়াকে জানিয়েছেন, চিকিৎসা শেষে তিনি দেশে ফিরে আসবেন।