আজ শুক্রবার, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আমি একদম একা হয়ে গেছি: মেয়র আইভী

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি একদম একা হয়ে গেছি। দিনে দুপুরে প্রকাশ্যে মেয়রের ওপর পিস্তল উচিয়ে আক্রমণ করে। তারপরেও বলে কিছু হয় নাই। আমি যাবো কোথায়? উচ্ছেদ কিভাবে করবো বলেন। নারায়ণগঞ্জের সবগুলো সংগঠন আপনারা চুপ হয়ে গেছেন। প্রেসক্লাব চুপ, ইউনিয়ন চুপ, নাগরিক কমিটি চুপ ,আমরা নারায়ণগঞ্জবাসী চুপ ,সকলেই চুপ। কেউ কারও সত্যি কথাটা বলেন না। আমার কাউন্সিলররা বলে না। তারাও সবজায়গায় সমঝোতা করে , কারণ উপায় নাই। নয়তো মামলার আসামি হয়ে যাবে’। তাইলে যাবো কোথায় আমরা।
২০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ নগরীর আলী আহম্মেদ চুনকা পাঠাগার মিলনায়তনে নাসিকের ১১তম বাজেট অধিবেশনের বক্তব্যে মেয়র আইভী এসব কথা বলেন।

নাসিকের এই বাজেট অধিবেশনে আরো উপস্থিত ছিলেন নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনসহ নারায়ণঘঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলরবৃন্দ।