আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আমি আশাহত নই : ডিসি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেছেন, আমি আশাহত নই, আমি আপনাদের মত আশান্বিত। আমাদের এ মেলা কিন্তু অন্য দশটা মেলার থেকে পার্থক্য রয়েছে। এখানে পণ্য বিক্রি মূল উদ্দেশ্য নয়। উদ্যোক্তা বা পণ্য তৈরি করার মানুষ, ব্যাংক এবং প্রশাসন এই পরিবেশ সাধারণ মানুষের ভেতর আগ্রহ সবগুলো মিলিয়ে এসএমই মেলা। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের মেলার অংশটা গেছে পরে। অনেক মানুষের আগ্রহ ছিলো, অনেক দোকান নিয়েছিলো আগ্রহ করে কিন্তু নারায়ণগঞ্জের মানুষ চাষাড়ার মোড় অথবা পঞ্চবটির মোড়ের দিকে দৌড়ে যায়। এই মোড়ে আর ঢোকে না। এই জায়গাটা নির্ধারণের ক্ষেত্রে আমাদের ভুল হয়েছে, এতোগুলো দোকান দেয়ার  মত এই মূহুর্তে নারায়ণগঞ্জে আর বড় জায়গাও নাই। আমরা যদি সেটা বালুর মাঠ কিংবা অন্য জায়গায় পেতাম তাহলে মেলায় আরো দর্শনার্থী পেতাম।

শুক্রবার(২৮ ডিসেম্বর) বিকেলে ইসদাইর পৌর স্টেডিয়ামে সপ্তাহব্যাপী এসএমই মেলার সমপানী অনুষ্ঠানে সভাপতির তিনি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, উদ্যোগ থেকে উদ্যোক্তা। যারা পিছুটান দিয়ে থাকবে তাদের উদ্যোগ নাই। যারা কষ্ট করে অংশগ্রহণ করেছেন তাদের ধন্যবাদ। আমাদের চেষ্টার কমতি ছিলো না।  নারায়ণগঞ্জের লোকেরা বিরাট ধনী তারা ঢাকায় যায় বসুন্ধরা বারিধারায় কেনাকাটা করে। তারা এইখানে কিনতে আসবে কেন?

এবার মেলায় শ্রেষ্ঠ স্টল হিসেবে পুরস্কার পেয়েছেন জামালপুর থেকে আগত গ্রাম বাংলার উৎসব হস্ত শিল্প। ২য় পুরস্কার লাভ করেন আনা ফ্যাশন বুটিক, ৩য় পুরস্কার লাভ করেন পায়েল নকশী, ৪র্থ পুরস্কার লাভ করেন রিমু হস্তশিল্প এবং ৫ম পুরস্কার লাভ করেন স্বপ্ন পূরণ বুটিক হাউজ।

সমপানী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, এসমই ফাউন্ডেশনের (ঢাকা) জিএম নাজিম হাসান সাত্তার, বিসিকের এজিএম মিজানুর রহমান পাটোয়ারী প্রমুখ।

সর্বশেষ সংবাদ