আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আমার বউয়ের চেহারাটা দিলে ভাবতাম একটা সুন্দর মহিলা আছে ছাপা : শামীম ওসমান

নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জে কিছু পত্রিকা আছে ২/৩ টা দেয়ালে ছাপে।  পত্রিকার আবার দেয়ালে ছাপে নাকি?  কিছু কিছু পত্রিকা আছে দেয়ালে ছাপে । এরা নাকি জামায়াত টামাতের পয়সা পায় মন্ত্রী মিনিস্টারের পয়সা পায়। আমি শুনি না দেখিও না পড়ি না। লেখে শামীম ওসমানকে নারায়ণগঞ্জে দেখা যায় না নিখোঁজ।  এত বড় একটা ছবি দিয়া। আরে আমার চেহারাত এত সুন্দর না। আমার বউয়ের চেহারাটা দিলে তাও ভাবতাম একটা সুন্দর মহিলা আছে ঠিক আছে ছাপা।

তো বাবা আমার ছবি দিয়ে আমার নামে হেডলাইন কইরা তোর পত্রিকা যদি চলে তুমি চালাও আমার আপত্তি নাই । কিছু রয়েলিটি দেও। আমি বিভিন্ন  পদের ছবি দেই। বিভিন্ন এ্যাকশনের ছবি দেই। পয়সা আমারে দাও না কিছু।আরে আমারে না দে বাবা। তোলারাম কলেজের ১০ টা গরিব ছাত্রের লেখাপড়ার জন্য দে। এই ব্লাকমেইলিং পত্রিকা দিয়া মানুষের কাছে সম্মানিত হতে পারবে না। মানুষ এই ব্যাক মেইল্যান্স থেকে সামনে হয়ত বলে এক কথা পেছনে থেকে বলে হলুদ সাংবাদিক । এইটা একটা সাংবাদিকের জন্য গালি হয়। গালি হয়েন না। একটা পত্রিকা বের করছেন ভালো। বরংচ আপনারা কত সুন্দর করতে পারেন। কি সমস্যা আছে সমস্যাটা নিয়ে লেখি। আমাকে এ্যাটাক করেন আরো যারা জনপ্রতিনিধি আছে তাদেরকেও এ্যাটাক করেন । গুদনাইলে অমুক জায়গা পানি নাই। আপনি এ্যাটাক করেন চাষাঢ়া থেকে পঞ্চবটি পর্যন্ত এই রাস্তায় সকাল বেলা মানুষ চলতে পারে না । এইটুক রাস্তা চিপার জন্য। সেই জায়গা আপনি জনমত তৈরী করেন। আপনার প্রতি আমরা শ্রদ্ধাশীল হব। সে টা করছেন না। করছেন কার বউ কার সাথে চলে গেল। কে কারটা খেয়ে ফেললো। এই হলো আপনাদের কাজ। নিয়া ওদের ঠে পয়সা খায়।

বৃহষ্পতিবার (১৭ অক্টোবর) সরকারি তোলারাম কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সর্বশেষ সংবাদ