আজ সোমবার, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আমরা নৌকার নির্বাচন করবো লাঙ্গলের না, আব্দুল্লাহ আল কায়সার

সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন মেঘনা শিল্পাঞ্চলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আগামী একাদশ সংসদ নির্বাচনকে নিয়ে সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার বলেন জননেত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দিবেন আমরা তারই নির্বাচন করবো তবে সে প্রতীক হতে হবে অবশ্যই নৌকা প্রতীক।
সোনারগাঁয়ে মহান বিজয় দিবস উপেলক্ষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ্ আল কায়সার নেতা কর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন,তিনি বলেন নেত্রীর আদর্শ বুকে লালন করে বাংলাদেশের কোটি কোটি আওয়ামী নেতা কর্মীদের জীবন বাঁচানোর জন্য সোনারগাঁয়ের আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছি।তৃণমূল নেতাদের বাঁচানোর জন্য,রাজনীতির স্বার্থে,দলের স্বার্থে,কর্মীদের অস্তিত্বের জন্য একাদশ সংসদ নির্বাচন যে কোন মূল্যে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে।জাতীয় পার্টি ঘোষনা দিয়েছে যে কোন মূল্যে মহাজোট থেকে মনোনয়ন নিয়ে আসবে।তিনি জাতীয় পার্টির সাংসদ খোকাকে উদ্দেশ্য করে বলেন,কেন মহাজোট থেকে মনোনয়ন নিয়ে আসার কি হলো?আপনি লাঙ্গল নিয়ে নির্বাচন করতে পারেন না?নৌকা প্রতীকের বিরুদ্ধে দাঁড়িয়ে নির্বাচন করার সৎসাহস কি আপনার নাই?

নূর মোহাম্মদ ভূইয়ার সভাপতিত্বে যুবলীগ নেতা আরিফ হোসেন ও সোনারগাঁ তাঁতী লীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান নূরের সঞ্চালনায় সাবেক সাংসদ কায়সার হাসনাত নৌকা প্রতিক নিয়ে নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন,আসুন সকলে আসুন,এক মঞ্চে থাকুন।যদি ভবিষৎ দেখতে পান তবে এখনই বর্তমান ঠিক করে ফেলুন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন,মুক্তিযোদ্ধা কমান্ডার সোহেল রানা,মুক্তিযোদ্ধা সৈয়দ মোস্তফা,শিল্পপতি মাজহারুল ইসলাম,মোগরাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, পিরোজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার সেলিম রেজা, ডাঃ আতিকুল্লাহ,উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু,সাধারন সম্পাদক আলী হায়দার,প্রচার সম্পাদক নাছিরউদ্দিন,স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক রবিন,যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম শামীম,পৌর যুবলীগ সভাপতি আসাদুল ইসলাম আসাদ,সম্পাদক বাবু, পিরোজপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি জাকির হোসেন, সাধারন সম্পাদক প্রকৌশলী আহম্মদ আলী তানভীর,জসীম মিয়া,অপু সারোয়ার,শিক্ষানুরাগী আবু হানিফ,লুৎফর রহমান,জাহাঙ্গীর হোসেন,মিলন মিয়া প্রমূখ।