আজ রবিবার, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আবার বাবা হলেন সাকিব আল হাসান

করোনা ভাইরাস আতঙ্কে সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি হোটেলে কোয়ারেন্টাইন শেষে স্বাভাবিক জীবনে ফিরেছেন সাবেক বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর পরিবারের কাছে ফিরেই একটি সুসংবাদ দিলেন তিনি। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুরে নিজ অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যম সাকিব জানালেন দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি।

মেয়ে আলায়না হাসান অব্রির একটি ছবি পোস্ট করে সাকিব লেখেন, ওয়েলকাম হোম। ক্যাপশনে লিখা ছিল বিগ সিস্টারহুড।
২০১২ সালে যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে শিশির আহমেদকে বিয়ে করেন সাকিব আল হাসান। ২০১৫ সালের ৮ নভেম্বর প্রথমবারের মতো বাবা হন সাকিব।