আজ মঙ্গলবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আন্দোলনের পাশাপাশি নির্বাচনের প্রস্তুুতি নিচ্ছে বিএনপি

আন্দোলনের পাশাপাশি

আন্দোলনের পাশাপাশি

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে অংশ নিবে বাংলাদেশের বৃহত্তর দল বিএনপি। কেন্দ্রীয় নেতারা বলেন আন্দোলন সগ্রামে ত্যাগীরাই পাবে নির্বাচনের মনোনয়ন। ২৯ সেপ্টম্বর বিএনপির সমাবেশ থেকে নতুন রুপরেখা দিবে তৃণমূলের জন্য। এবং যুক্তফ্রন্টের সাথে এক হয়েঅক্টোবরে শুরু হবে আন্দেলন। দলটির প্রধান চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দন্ডিত হয়ে এখন কারাগারে। তার মুক্তির জন্য আইনি লড়াইয়ের সাথে রাজপথের অহীংস আন্দোলন করছে বিএনপি। দলের বর্তমান প্রধান তারেক রহমানও পলাতক হয়ে বিদেশে। সেখান থেকেও দলের জন্য দিক নির্দেশনা পাঠাচ্ছেন প্রতিনিয়ত। বিএনপি মনে করছে সরকার এসবকিছু মাথায় রেখেই আতংকিত হয়ে মামলা ও আটক করছেন। পাশাপশি সারাদেশে শীর্ষ থেকে তৃনমূলের নেতা-কর্মীদের নামে চলছে একাধীক মামলার হিরীক। গ্রেফতার আতংক নেতা-কর্মীরা ঘর ছাড়া প্রায়।

নারায়ণগঞ্জে এরই মধ্যে একাধিক মামলায় আসামী প্রায় এক হাজার নেতা-কর্মী। এরমধ্যে বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা এড.তৈমুর আলম খন্দকার, জেলা সভাপত কাজী মনির, জেলা সাধারন সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদসহ দলের প্রায় শতাধিক নেতা-কর্মী। উল্লেখযোগ্য ছাত্রদলের জেলা সভাপতি মশিউর রহমান রনির বিরুদ্ধে রাজনৈতীক মামলার সাথে করা হয়েছে অস্ত্র মামলাও। তারপরও ঐক্যবদ্য হয়ে আন্দোলনের প্রত্যাশা তৃনমূলের।

ইতেমধ্যে ব্যপক আশার আলো হচ্ছে সরকারের বিরুদ্ধে তৈরী হয়েছে যুক্তফ্রন্টের ব্যানারে জাতীয় ঐক্য। সাবেক রাষ্ট্রপতি ডা.একিউএম বদরুদ্দোজা চৌধুরী ও সংবিধান প্রনেতা ড.কামাল হোসেনের নেতৃত্বে গঠিত এ যুক্তফ্রন্ট। সম্মিলিত যুগপথ আন্দোলনের মাধ্যমে পাঁচ দফা দাবী আদায় করার প্রত্যাশা।

সরকারকে পদত্যাগ করানো ও নিরপেক্ষ নির্বাচনের দাবীতে জোরালো আন্দোলনই পারে গনতন্ত্র পুন উদ্ধার করতে। নির্ভরযোগ্য একটি সূত্র জানায় বিএনপি আন্দোলনের পাশাপশি প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের জন্য।

বিএনপির বিশ্বস্ত সূত্রে জানায় ইতিমধ্যে নারায়ণগঞ্জের পাঁচটি আসনের জন্য সম্ভাব্য প্রার্থীও প্রায় চুরান্ত করেছে কেন্দ্র। তবে মনোনয়ন পেতে প্রতিটি আসনেই আছে একাধীক প্রার্থীর জোর তদবীর।

একাধিক প্রার্থীর থাকলেও এদের মধ্যে উল্লেখযোগ্য তালিকায় আছেন নারায়ণগঞ্জ-১ আসনে রূপগঞ্জে খালেদা জিয়ার উপদেষ্টা তৈমুর আলম খন্দকার ও জেলা সভাপতি কাজী মনির। নারায়ণগঞ্জ-২ আসনে আড়াইহাজার উপজেলায় কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম আযাদ ও সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর। নারায়ণগঞ্জ-৩ আসনে সোঁনারগা উপজেলার বর্তমান চেয়ারম্যান ও বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নান ও সাবেক মন্ত্রী অধ্যাপক রেজাউল করিম । নারায়ণগঞ্জ-৪ সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা আসনে গিয়াসউদ্দিন ও ব্যবসায়ী শাহ-আলম। এবং নারায়ণগঞ্জ-৫ সদর-বন্দর আসনে এড. আবুল কালাম ও এড.সাখাওয়াত হোসেন খান।