আজ বুধবার, ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আন্দোলনকে সংসদে পৌঁছাল রাহুল গাঁন্ধী

অনলাইন ডেস্ক:

কৃষক আন্দোলনকে সংসদভবন পর্যন্ত নিয়ে গেলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁন্ধী। সংসদের বাদল অধিবেশনে যোগ দিতে সোমবার ট্র্যাক্টর চালিয়ে সংসদে পৌঁছান রাহুল। তিনি বলেন, ‘‘কৃষকদের অধিকার ছিনিয়ে নিয়ে কয়েক জন শিল্পপতির পকেট ভরাতে চাইছে সরকার। কৃষক স্বার্থ বিরোধী কালো আইন প্রত্যাহার করতে হবে কেন্দ্রকে।’’

বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। সোমবার ২৬ জুলাই থেকে দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসেছেন মহিলারা। অন্য দিকে, সংযুক্ত কিসান মোর্চা-সহ একাধিক সংগঠনের নেতৃত্বে দিল্লি সীমানায় বিক্ষোভ চলছেই। সেই পরিস্থিতিতেই কৃষি আইনের বিরোধিতাকে সংসদে নিয়ে গেলেন রাহুল।

সোমবার দলের সমর্থকদের সঙ্গে নিয়ে ট্র্যাক্টর চালিয়ে সংসদ ভবনের উদ্দেশে রওনা দেন তিনি। ট্র্যাক্টরের সামনে টাঙানো ব্যানারে বড় বড় হরফে লেখা ছিল, ‘কৃষক বিরোধী তিনটি কালো আইন প্রত্যাহার করুন।’ সংসদভবন চত্বরে পৌঁছে বলেন, ‘‘সংসদে কৃষি আইন নিয়ে আলোচনা করতে দেওয়া হয় না। কৃষকদের দমিয়ে রাখছে সরকার। তাই কৃষকদের বার্তা সংসদে পৌঁছে দিতে এসেছি আমি। কালো আইন তুলে নিতে হবে সরকারকে।’’
এছাড়া বিরোধীদের ফোনে আড়ি পাতা-কাণ্ড নিয়ে উত্তাল সংসদ।