আজ মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০১৮ উদযাপন

আন্তর্জাতিক কাস্টমস দিবস

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০১৮ উদযাপন

আন্তর্জাতিক কাস্টমস দিবস

মোঃ রাসেল ইসলাম, শার্শা বেনাপোল প্রতিনিধি:

সারাদেশের মতো নানা আয়োজনে বেনাপোল স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপন করা হয়েছে।দিবসটি উপলক্ষে শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় বেনাপোল কাস্টমস হাউজের আয়োজনে এই র‌্যালি বের করা হয়। এতে অংশ নেয় কাস্টমস কর্মকর্তা-কর্মচারী, সিঅ্যান্ডএফ সদস্য, আমদানিকারক ও বিভিন্ন পেশাজীবী মানুষ।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটি উদযাপনে নেওয়া কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট-এর কমিশনার শওকাত হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, জাতীয় রাজস্ব বোডের সদস্য এফ.এম শাহারিয়ার মোল্লা, ব্রিগেডিয়ার জেনারেল মো. খালেদ আল মামুন (এনডিসি, পিএসসি, রিজিয়ন কমান্ডার,দক্ষিণ-পশ্চিম রিজিউন), বেনাপোলের পৌর মেয়র আশরাফুল আলম লিটন, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন প্রমুখ।

এদিকে দুপুর ১২টা থেকে বেনাপোল কাস্টমস হাউজ অডিটোরিয়ামে বাণিজ্যে সম্পৃক্ত বিভিন্ন পেশাজিবী সংগঠনের সঙ্গে অতিথিদের মতবিনিময় সভা শুরু হয়েছে। এখানে পরস্পরের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনায় বাণিজ্য সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে জানান ব্যবসায়ীরা।

স্থলপথে রাজস্ব আয়ের দিক থেকে বেনাপোল কাস্টমস হাউজ দেশের সবচেয়ে বড় অঙ্কের রাজস্ব দাতা। প্রতি বছর এখান থেকে প্রায় ৫ হাজার কোটি টাকার রাজস্ব আয় হয়।