আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আধুনিক জন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর কন্যা স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করেছে : হাছিনা গাজী

নবকুমার:

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর  সহধর্মীণী তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী বলেছেন, যে খানে স্বচ্ছতা জবাব দিহিতা থাকে না সেখানে দুর্নীতি মহামারি আকার ধারণ করে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আধুনিক জন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকারের প্রত্যেকটা কাজের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করেছে।

বৃহষ্পতিবার ( ৪ এপ্রিল) দুপু‌রে রূপগঞ্জ উপজেলার তারা‌ব পৌরসভার  অ‌ডি‌টো‌রিয়া‌মে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ও ঋণ বিতরণ অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

তিনি বলেন, সৃষ্টির সেবা করলে স্রষ্টাকে পাওয়া যায়। দেশ প্রেম ছাড়া দেশের মানুষের উন্নয়ন সম্ভব নয়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণে প্রত্যেক কে শেখ হাসিনার মতো সততার সাথে দায়িত্ব পালন করতে হবে।

হাছিনা গাজী বলেন, বঙ্গবন্ধুর কন্যা দুর্নীতি এবং মাদক সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কোন চাঁদাবাজ মাদক সন্ত্রাসীর স্থান রূপগঞ্জে হবে না।

তিনি বলেন, জনগণ সকল ক্ষমতার উৎস। বর্তমান সরকার জনগণের তথ্য অধিকার নিশ্চিত করেছে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অর্জন করেছে। দূর হয়েছে অর্থনৈতিক মন্দা।

মেয়র বলেন ,তাঁত একটি সম্ভাবনাময় শিল্প। এ শিল্পের  বিকাশে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এছাড়া হাছিনা গাজী  কয়েক জনের মাঝে ঋণ বিতরণ করেছেন।

অনুষ্ঠানে বাংলা‌দেশ তাঁত বো‌র্ডের চেয়ারম্যান মোহাম্মদ র‌ফিকুল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলা‌দেশ তাঁত বো‌র্ডের যুগ্মসচিব  মোহাম্মদ মোজা‌ক্কের আলী , রূপগঞ্জ উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম প্রমুখ।