নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আদালত পাড়ায় তৈমুর গ্রুপের রানা মুজিবসহ অন্যান্যরা বন্দরের কাউন্সিলর হান্নান সরকারকে লাঞ্ছিত করার ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একজন জনপ্রতিনিধিকে নিয়ে বিরুপ মন্তব্য ও নাজেহালের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে নারায়ণগঞ্জ মহানগর ও বন্দরের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
ক্ষুব্ধ নেতা-কর্মীদের মতে, কাউন্সিলর হান্নান সরকার সদ্য অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যাণেল মেয়র নির্বাচনে জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের ভাই ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদকে ভোট না দিয়ে নারী কাউন্সিলর বিভা হাসানকে ভোট দেয়ায় তাতে ক্ষুব্ধ হয় খোরশেদ। ওই বিরোধের জেরে ১৬ অক্টোবর আদালতে গাড়ি পোড়ানো মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে এডভোকেট সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে খোরশেদ তার সহযোগী রানা মুজিবসহ অন্যান্যদের কাউন্সিলর হান্নান সরকারের পিছনে উস্কে দেন।