বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে সভা করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবি ছাত্র ফোরাম। রবিবার (১৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ আদালতপাড়া এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয়তাবাদী আইনজীবি ছাত্র ফোরামের সভাপতি অ্যাড. কে এম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন খান। সভায় আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি অ্যাড. সরকার হুমায়ন কবির, অ্যাড. মশিউর রহমান শাহীন, অ্যাড. আনোয়ার প্রধান, অ্যাড. ওমর ফারুক নয়ন, অ্যাড. সালাউদ্দিন ভুইয়া সবুজ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. সাখাওয়াত হোসেন খান বলেন, সরকার দেশে শুধু হত্যার রাজনীতিই চালু করে নি, দেশের গণতন্ত্রকে হত্যা করে বিরোধী দলকে দমনের রাজনীতি করছে। এ সরকার দেশের সম্পদ রক্ষা করতে ব্যর্থ হয়েছে। দেশ বিরোধী বিভিন্ন চুক্তি করেছে ভারতের সাথে। আর এ চুক্তির প্রতিবাদ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়ার কারণেই বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে হত্যা করেছে ছাত্রলীগের কুলাঙ্গাররা। এখন ছাত্রলীগের একটা ছাত্রও পড়ালেখার মধ্যে নেই। আজ তারা খুনীতে পরিণত হয়েছে।
ফাহাদকে শহীদের মর্যাদা দেয়ার দাবী করে সাখাওয়াত আরও বলেন, দেশের পক্ষে কথা বলতে গিয়ে নৃশংসভাবে খুন হওয়া মেধাবী ছাত্র ফাহাদকে শহীদের মর্যাদা দিয়ে শহীদের স্বীকৃতি দেয়ার দাবি জানাচ্ছি। বর্তমান সরকার শহীদের স্বীকৃতি যদি নাও দেয় তারপরও এদেশের সাধারণ মানুষ, বিএনপি তাকে সর্বদা শ্রদ্ধাভরে স্মরণ করবে।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সহ-সভাপতি অ্যাড. শিমুল বিশ্বাস, সাধারণ সম্পাদক অ্যাড. খুরশীদ আলম, অ্যাড. শাহীন, জেলা আইনজীবি ছাত্র ফোরামের সহ-সভাপতি আদনান মোল্লা, ইসমাইল হোসেন, মাজহার হোসেন, সাধারণ সম্পাদক আতা-ই-রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আহমেদ, শাহাদাৎ হোসেন প্রমুখ।