পিরোজপুর প্রতিনিধিঃ
ইন্দুরকানীতে শ্বশুর বাড়ি যেতে না দেয়ায় পিতা মাতার সাথে অভিমান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভবানীপুর গ্রামের বাবুল হাওলাদারের মেয়ে মারুফা আক্তার (১৪) গলায় ওড়না পেচিয়ে বাড়ির পার্শ্ববর্তী বাগানের বাতাবী লেবু গাছের সাথে ফাসঁ দিয়ে আত্মহত্যা করে। ওই গৃহবধূ স্বামীর সাথে শ্বশুর বাড়িতে যেতে চাইলেও তার পিতামাতা বাধা দেয়ায় সে অভিমান করে এই পথ বেছে নেয়।
গৃহবধূর স্বামী তৌহিদুল ইসলাম খান জানান, কয়েকদিন পূর্বে আমার বোন তাকে নিতে আসলে আমার স্ত্রী যেতে চাইলেও পরিবার থেকে তাকে যেতে দেয়নি।
ইন্দুরকানী থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, পিতামাতার সাথে অভিমান করে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে। এ ঘটনায় ইন্দুরকানী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।