আজ শনিবার, ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আতিকের প্রচারণা শুরু

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম গণসংযোগ শুরু করেছেন।

প্রতীক বরাদ্দের পরদিন আজ সোমবার নির্বাচনী এলাকার প্রান্তসীমা উত্তরখান এলাকা থেকে তিনি গণসংযোগ শুরু করেছেন। তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা।

আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ব্যবসায়ী আতিক।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি আমাকে নৌকা মার্কায় নির্বাচন করার সুযোগ দিয়েছেন। আমি বলতে চাই, আধুনিক সচল ঢাকা উত্তর সিটি করপোরেশন গড়ে তুলতে কাজ করব। ২৮ তারিখ আমাকে নির্বাচিত করলে আপনাদের ভালোবাসার প্রতিদান দেব।

আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না। আতিকের প্রতিদ্বন্দ্বী রয়েছেন জাতীয় পার্টির শাফিন আহমেদসহ চারজন।

প্রচারনা শুরুর প্রথম দিন উত্তরা ও মিরপুরের বিভিন্ন এলাকায় পথসভা করার কথা রয়েছে আতিকের।