আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ধান খেতে ইঁদুরের আক্রমণে দিশেহারা কৃষক

আড়াইহাজার প্রতিনিধি 
বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এদেশের মেরুদন্ড এখনো কৃষির উপর নির্ভরশীল। নারায়ণগঞ্জের আড়াইহাজারে এই বছর বোরো আবাদ অনেক ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু পোকা ও ইদুর ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে ।

উপজেলা কৃষি বিভাগ থেকে জানা যায় এই বছর ১০ হাজার ২৫০ হেক্টর জমিতে বোরো আবাদ চাষ হয়েছে। কিন্তু পোকার আক্রমন ও ইদুরের যন্ত্রনায় কৃষক রীতিমত দিশেহারা। উপজেলা কৃষি বিভাগ থেকে কিছু এলাকায় আলোকফাঁদের ব্যবহার করে পোকা দমনের চেষ্টা চলছে। অন্যদিকে ইদুর কেটে সাবার করছে ধান, সেজন্য প্রতিটা ধানক্ষেতে কৃষক কাকতাড়ুয়া ও পলিথিন টানিয়ে ও বিভিন্ন উপায়ে ইদুরের আক্রমন থেকে ফসল বাঁচানোর চেষ্টা করছে।

এই ব্যাপারে কৃষক বীর মুক্তিযোদ্ধা আঃ আউয়াল বলেন, এই বছর বোরো আবাদ খুব ভাল হয়েছে কিন্ত বাদামী গাছ ফড়িং, মারজা পোকা সহ বিভিন্ন পোকার আক্রমনে এবং ইদুরের কাটার কারনে আশাব্যাঞ্জক ফলন পাওয়া যাবে না বলে তিনি ধারনা করছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাসিরউদ্দিন বলেন, এই বছর যদি প্রাকৃতিক কোন বিপর্যয় না ঘটে তাহলে প্রতিটা কৃষক লক্ষ্য মাত্রানুযায়ী ফলন পাবে বলে আমরা অাশা করি। অন্যদিকে কিছু এলাকায় বিশেষ করে টেকপাড়া, পুরিন্দা, পাঁচবাড়িয়া, পাঁচরুখী, পাঁচগাও, দুপ্তারার কিছু এলাকায় পোকার চেয়ে ইদুরের আক্রমন বেশি। অন্যদিকে উচিৎপুরা, বিশনন্দী, খাগকান্দা এই সব এলাকায় পোকার আক্রমন বেশি। আমরা উপজেলা কৃষি বিভাগ থেকে পোকা ও ইদুরের আক্রমন থেকে কৃষককে বিভিন্ন পরামর্শ ও সার্বিক সহযোগীতা দিয়ে যাচ্ছি, আশা করছি সমাধান হয়ে যাবে ।