আজ শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিয়াজুলকে ধরবেন! নিজামকে ধরবেন! নারায়ণগঞ্জে আগুন জ্বালাইয়া দিবো-শামীম ওসমান

আগুন জ্বালাইয়া

নিয়াজুলকে ধরবেন! নিজামকে ধরবেন! নারায়ণগঞ্জে আগুন জ্বালাইয়া দিবো-শামীম ওসমান

আগুন জ্বালাইয়া

নিজস্ব প্রতিবেদক:  শনিবার বিকেল সাড়ে ৩টায় ওসমানী পৌর স্টেডিয়ামে আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সংঠনের নেতাকর্মীদের নিয়ে  ৩ ফেব্রুয়ারী স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে নারায়ণগঞ্জ মহাজোটের সর্ব শ্রেণির নেতাকর্মীদের  বিশাল জনসভার প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন হাজী, ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এমএ রশিদ, জাতীয় পার্টির মহানগর শাখার সভাপতি আবুজাহেরসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একে এম শামীম ওসমান বলেছেন, এমন কিছু কথা আছে যা আমি মাইকে বলতে পারলাম না। ‘বিএনপি জামাত শিবির উচ্ছেদ করতে মাঠে নামবেন না আর আমার ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের নামে মামলা দিয়ে ফালাইবেন। এবার দেখবো হকারদের যেমন করে উচ্ছেদ করছেন অমনি যদি বিএনপি জামাত শিবির উচ্ছেদে মাঠে থাকেন তবে আপনি আমার ভাই আপনি আমার বোন, আপনি আমার নেতা। মাঠে থাকবেন না, আর আমার নিজাম হেলাল, সাজনু, জুয়েল, সুজন এদের নামে মামলা দিয়ে ফালাইবেন!

নিয়াজুলকে ধরবেন! নিজামকে ধরবেন! ধরা তো দূরের কথা মাথার চুলের আগায় হাত দিলে নারায়ণগঞ্জে আগুন জ্বালাইয়া দিবো।

এ সময় তিনি আরো  বলেন, ‘ধৈর্যের বাঁধ ভাইঙ্গা গেছে। নাটক করবেন না। পিস্তল যে নিছে তারে ধরেন। পত্রিকায় লেখাইছেন নিয়াজুল পলাতক। নিয়াজুল পলাতক না, নিয়াজুল চিকিৎসা নিচ্ছে। নিয়াজুলের ওপর হামলার বিচার করেন, হয় আপনারা করবেন, নয়তো জনগণ নিয়ে আমরা করবো। যা হয় হবে, বাকিটা আমি বুঝবো।

তিনি আরও বলেন, তৈমুর আলম খন্দকার ওয়ারেন্ট ভুক্ত আসামী। তাকে গ্রেফতার করা হলে বলা হয় শামীম ওসমান, কেউ মারা গেলে আইভী বলে শামীম ওসমান, ওসমান পরিবার। কিন্তু বাবুরাইলে কাউকে খুন হলে আমরাতো তাদের দোষারোপ করি না। যখন আমার পরিবারকে নিয়ে বাজে কথা বলে তখন আমার খুব কষ্ট হয়। আইভী নৌকার মেয়ে, শেখ হাসিনার কর্মী। বাশেরকেল্লা নামক একটি ওয়েবসাইট আছে যেখানে আমার নেত্রী শেখ হাসিনাকে খুনি, আমাকে খুনি গুন্ডা কিন্তু আইভীর গুনগান করা হচ্ছে, কেনো.? আওয়ামীলীগ খারাপ হলে আওয়ামীলীগের কর্মীরাও খারাপ হবে। আইভী নৌকার মেয়ে। সে যা করছে তা কি বুঝে করছে নাকি তাকে কেউ ব্যবহার করছে?

সাংসদ শামীম ওসমান আরও বলেন, ওইদিন আইভীকে নয়, নিয়াজুলকেই হত্যার চেষ্টা করা হয়েছিল। যার ভিডিও ফুটেজ সবাই দেখেছে। । বাঘ এবং বিড়ালের মধ্যে পার্থক্যটা বুঝতে শিখেন। যাদের নামে মামলা দিয়েছেন তারা বিএনপির আমলে আপনাদের বাড়ি পাহাড়া দিয়েছে। আপনার নির্বাচনে লাখ লাখ টাকা খরচ করেছে।