আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আগামীতে হকারদের নিয়ে আনন্দ ভ্রমণে যাবো- মুন্না খান

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সকল স্তরের হকারদের নিয়ে আনন্দ ভ্রমণে যাওয়ার আশা ব্যক্ত করে হকারদের উদ্দেশ্যে দৈনিক সংবাদচর্চার প্রকাশক ও সম্পাদক মুন্না খান বলেন, আমরা সবসময়ই চেষ্টা করি বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে। কিন্তু সেই সংবাদগুলো সাধারণ মানুষের কাছে পৌছে দেয়ার দায়িত্ব আপনাদের। আমার প্রত্যেকটা স্টাফ অত্যন্ত পরিশ্রমি। তারা মাঠ-ঘাট, পথ-প্রান্তর থেকে সবসময় সত্য সংবাদটাই তুলে আনার চেষ্টা করে। আর সেই সংবাদগুলো জণগনের সামনে উপস্থাপন আপনাদেরকেই করতে হবে। খুব শীঘ্রই আরেকটি আলোচনা সভা করবো এবং আগামীতে আপনাদের নিয়ে আনন্দ ভ্রমণে যাবো।

শনিবার (৪ এপ্রিল) বিকালে নগরীর পুরাতন কোর্টস্থ নারায়ণগঞ্জ জেলা গ্রন্থাগারে বিভিন্ন পর্যায়ের হকারদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন।

হকারদের পাশে থাকার আশ্বাস দিয়ে মুন্না খান বলেন, আমি একজন সম্পাদক হিসেবে নয় ভাই হিসেবে সবসময় আপনাদের পাশে আছি। আপনাদের যেকোন সমস্যা আমাকে জানাবেন। আমি তা সমাধান করার চেষ্টা করবো। আমি পূর্বে সাংবাদিকতা পেশার সাথে জড়িত ছিলাম না। তবে হঠাৎ করেই আমার মধ্যে লেখালেখির ইচ্ছা জাগ্রত হয়। সকলের সম্মেলিত চেষ্টায় আজকে সংবাদচর্চা নারায়ণগঞ্জে একটি অবস্থান তৈরী করতে পেরেছে। তবে আমি চাই নারায়ণগঞ্জে প্রচার সংখ্যার শীর্ষে যেনো দৈনিক সংবাদচর্চার নাম থাকে। আর সে লক্ষ্যেই আমি শ্রম দিয়ে যাচ্ছি। আমার পত্রিকার স্টাফরাও সত্য প্রকাশ করে পত্রিকার মান দিন দিন বাড়াচ্ছে। তবে জেলায় প্রচার সংখ্যায় শীর্ষে অবস্থান করতে আপনাদের সাহায্যে আমাদের সবচেয়ে বেশী জরুরী।

তিনি আরও বলেন, সমাজের মধ্যে ঘটে যাওয়া অন্যায় অবিচার, জনদূর্ভোগ, অনিয়ম, অপরাধসহ প্রশাসনিক কিংবা রাজনৈতিক সংবাদগুলো পত্রিকাতে প্রকাশিত হয় তা সাধারণ মানুষের সামনে উপস্থাপন করার দায়িত্ব হকারদের। বস্তনিষ্ঠ সংবাদগুলো সাধারণ মানুষের সামনে আপনারা উপস্থাপন করুন আপনাদেরকে আমি দেখবো। খুব শীঘ্রই আরও একটি আলোচনা সভা করার ইচ্ছা আছে। সংবাদচর্চা প্রচার সংখ্যায় শীর্ষে যাওয়ার পরপরই আমরা সব হকারদের নিয়ে একটি আনন্দ ভ্রমণের আয়োজন করবো।

নারায়ণগঞ্জ সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইটু) সাজ্জাদ রোমান, দৈনিক সংবাদচর্চার নির্বাহী ব্যবস্থাপক শ্যামল চন্দ্র দাস, ব্যবস্থাপনা সম্পাদক খালেদ আলামিন, ইউটিউব ব্যবস্থাপক রবিউল ইসলাম, সার্কুলেশন ম্যানেজার মো. সজল, নিজস্ব প্রতিবেদক মো. মমিনুল ইসলাম, মাইনুল হাসান রোমান, বিল্লাল আহমেদ শুভ, সৈয়দ মোহাম্মদ রিফাত, শিপন মীর ও মনি ইসলাম, কোর্ট প্রতিনিধি মো. জসিম, নারায়ণগঞ্জ সংবাদপত্র হকার্স বহুমুখী লিমিটেডের সাধারণ সম্পাদক মো. রবি হোসেন, কাচঁপুর কেন্দ্রের সুপারভাইজার সোহেল রহমান, হকার নেতা মো. খাইরুল ইসলাম, মো. জসিম, মো. মেহেদি, লিটন, নাসির, শিপলু, মো. রাহাত হোসেন সহ নারায়ণগঞ্জের সকল স্তরের হকাররা।