আজ বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে রূপগঞ্জে কোন গ্রুপিং চলবে না: এমপি গাজী

আগামী-নির্বাচনে-নৌকাকে-ব

আগামী-নির্বাচনে-নৌকাকে-ব

সংবাদচর্চা রিপোর্ট:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং রূপগঞ্জে নৌকাকে বিজয়ের লক্ষে নেতাকর্মীদের মধ্যে কোন প্রকার  দ্বন্দ্ব-গ্রুপিং না করার আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

শুক্রবার তারাব পৌরসভায় রূপগঞ্জ উপজেলা আ.লীগের সদস্য সংগ্রহের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় গোলাম দস্তগীর গাজী বলেছেন,নৌকা স্বাধীনতার প্রতীক কোন ক্রমেই নৌকাকে হেরে যেতে দেওয়া হবে না।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, রূপগঞ্জের উন্নয়ন চিত্র ভোটারদের সামনে তুলে ধরতে হবে।প্রত্যেকটা ভোটারের সামনে যেতে হবে। আমরা নিজেরা ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের হারাতে পারবে না।

গোলাম দস্তগীর রূপগঞ্জের উন্নয়ন চিত্র তুলে ধরে রূপগঞ্জ বাসির উদ্দেশ্যে বলেন,আ.লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। বর্তমান সরকারের আমলে সর্বকালের সেরা উন্নয়ন হয়েছে। রূপগঞ্জের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে সবাইকে নৌকা মার্কায় ভোট দিতে হবে।

তিনি আরো বলেন, বিএনপি জামায়াত আগামী নির্বাচন বানচাল করতে দেশীও আন্তর্জাতিক ষড়যন্ত্র চালাচ্ছে। ওরা রাষ্ট্রক্ষমতায় গেলে বাংলাদেশকে পাকিস্তান আফগানিস্তান বানাবে। সকল দেশ প্রেমিক নাগরিককে স্বাধীনতা বিরোধী শক্তি বিপক্ষে রুখে দাড়াতে হবে।

রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লার সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা আওযামীলীগের সভাপতি মোহাম্মদ আব্দুল হাই ভুঁইয়া, সাধারন সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, সহসভাপতি মিজানুর রহমান বাচ্চু, বাংলাদেশ ব্যাংক কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল কাদের,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা,উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান তুহিন,সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মেহের ভূইয়া,সাধারণ সম্পাদক নাঈম ভূইয়া, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শীলা রানীপাল,  রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক এডভোকেট মফিজ উদ্দিন,

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,আ.লীগ নেতা তবিবুল কাদির,মুড়াপাড়া কলেজ শাখার ভিপি শাহরিয়ার পান্না সোহেল, ভোলাব ইউনিয়ন আ.লীগের সভাপতি আবুল হোসেন খান,হাসান আশকারী ,মুড়াপাড়া ইউনিয়ণ আ.লীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক,গোলাকান্দাইল ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জু ভূইয়া,আব্দুল সাত্তার ভূইয়া,বজলুর রহমান,জায়েদ আলী,জুয়েল মাস্টার,এটিএম জাহাঙ্গীর,তারাব পৌর আ.লীগের সভাপতি তোফাজ্জল ভূইয়া, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান,শাহাজাহান,উপজেলা  যুবমহিলা লীগের সভাপতি ফেরদৌসী,সাধারণ সম্পাদক রিতা।