অনলাইন ডেস্ক:
আইসিসি’র বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করা হয়েছে। যেখানে জায়গা হয়েছে তিন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মোস্তাফিজুর রহমানের।
২০২১ সালের ওয়ানডে পারফরম্যান্স বিবেচনায় এই একাদশ ঘোষণা করেছে আইসিসি। যেখানে সর্বোচ্চ তিন ক্রিকেটার আছেন বাংলাদেশের। সেরা অলরাউন্ডার বিবেচনায় আছেন সাকিব আল হাসান। আর উইকেটরক্ষক ব্যাটার হিসেবে একাদশে আছেন মুশফিকুর রহিম। টি-টোয়েন্টি বর্ষসেরা দলের পর এবার ওয়ানডেতেও জায়গা করে নিয়েছেন মোস্তাফিজুর রহমান।
আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশ: পল স্টার্লিং, জানেমান মালান, ফখর জামান, রসি ভ্যান ডার ডুসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার ব্যাটনসম্যান), ওয়ানিন্দু হাসারাঙ্গা, মোস্তাফিজুর রহমান, সিমি সিং ও দুশমন্ত চামিরা।