আজ শনিবার, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আইভীর উন্নয়নের আইকন : কাউন্সিলর হান্নান সরকার

নিজস্ব প্রতিনিধি: বন্দরে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভির নির্দেশে ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার শাহী মসজিদ খালপাড় এলাকার শাখা রোডের আরসিসি ঢালাই কাজ পরিদর্শন করেন।

২৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় শাহী মসজিদ খালপাড় এলাকায় তিনি রাস্তার কাজের ঢালাই চলাকালে স্থানীয়দের নিয়ে এ পরিদর্শন করেন।

এসময় কাউন্সিলর হান্নান সরকার ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ সেবক আমান মিয়া, সালাউদ্দিন, আলাউদ্দিন, নাছির উদ্দিন, আশ্রাবউদ্দিন, সফিকুল ইসলাম, রিয়াজ মিয়া, মনির হোসেন, সাঈদ মিয়া, হারুন মিয়া, হাবু মিয়া প্রমুখ।

পরিদর্শনকালে স্থানীয়দের উদ্দেশ্যে কাউন্সিলর হান্নান সরকার বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগরমাতা মেয়র আইভি উন্নয়নের আইকন। মেয়র আইভির জন্ম না হলে আমরা আধুনিক নারায়ণগঞ্জ পেতাম না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নারায়নগঞ্জ জেলায় এমন উন্নয়ন কোথাও চোখে পড়েনি। এখন চোখ বুলালেই দেখা যায় সোডিয়াম লাইট, ১শ ফুট রাস্তা, প্রতিটি স্থানে আবর্জনা নিস্কাশনের ড্রাম, পরিচ্ছন্নকর্মীদের রাস্তা সৌন্দর্য্যবর্ধনের কর্মকান্ড, জলাবদ্ধতা নিস্কাশনে ড্রেনেজ ব্যবস্থা সহ সবমিলিয়ে একটি সুন্দর আধুনিক নগরী আমরা এখন উপলদ্ধি করি। মেয়র আইভি যে উন্নয়নের দিশারী তা সর্বমহলেই এখন দৃশ্যমান। আল্লাহ যেন নারায়ণগঞ্জবাসীর উন্নয়নের দূত হিসেবে মেয়র আইভিকে উৎসর্গ করেছেন।

নাসিক ২১নং ওয়ার্ডের শাহীমসজিদ খালপাড় শাখা রোডের ১৮ফুট প্রশস্ত এ চলমান রোডের নির্মাণ ব্যয় ধরা হয়েছে  ১কোটি ৮০লাখ টাকা প্রায়। এ কাজের ঠিকাদারিত্ব পেয়েছেন অ্যাডভোকেট শাখাওয়াত ও শুক্কুর প্রধান।