আজ বুধবার, ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আ.লীগের পার্টি অফিস ভাংচুর মামলায় রনিসহ ৬০ জনের বিরুদ্ধে চার্জ গঠন

সংবাদচর্চা রির্পোট : ২০১৪ সালে নারায়নগঞ্জ ফতুল্লায় আওয়ামীলীগের পার্টি অফিস ভাংচুর মামলায় জেলা বিএনপির সভাপতি মশিউর রহমান রনিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ৬০ জন নেতাকর্মীর বিরুদ্ধে (অভিযোগ) চার্জ গঠন করেছে আদালত। বৃহস্পতিবার (১৬ মে) সকালে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সাল আর্তিক বিন কাদের এর আদালতে চার্জ গঠন করা হয়। এসময় বিএনপি ও হেফাজদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলাটি পরিচালনা করেন এডভোকেট সাখাওয়াত হোসেন খান। এসময় আরো উপস্থিত ছিলেন, এডভোকেট সরকার হুমায়ূন কবীর, এডভোকেট খোরশেদ আলম মোল্লা, এডভোকেট আনোয়ার প্রধান, এডভোকেট শেখ আঞ্জুম আহম্মেদ রিফাত, এডভোকেট রাসেল প্রমুখ।

এবিষয়ে এডভোকেট সাখাওয়াত বলেন, ২০১৪ সালে পঞ্চবটি এলাকায় আওয়ামীলীগের পার্টি অফিস ভাংচুরের মামলায় রনি সহ ৬০ জন নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দেয় আদালত। আর এ মামলাটি পরবর্তী স্বাক্ষীর জন্য ধার্র্য্য করা হয়।
ফতুল্লা থানা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীর মধ্যে এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাএ দলের সভাপতি মশিউর রহমান রনি, রিয়াদ মাহমুদ, বিএনপির নেতা সাগর, ছাএ দলের নেতা সিদ্দিকী প্রমূখ।
জানাগেছে, ২০১৪ সালে ফতুল্লা পঞ্চবটি এলাকায় আওয়ামীলীগের পার্টি অফিস ভাংচুরের মামলায় রিয়াদ মুহাম্মদ, রনি সহ মোট ৬০ জনের বিরুদ্ধে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত ৬০ জন নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দেয়।