আজ রবিবার, ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আ.লীগ নেতা এমায়েতকে হুমকি

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য মোঃ এমায়েত হোসেনকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

গত ৭ জুন রাত সাড়ে ১০টায় শীর্ষ সন্ত্রাসী ও কাঞ্চন পৌর যুবদলের সদস্য সচিব কুহিনুর আলম ওরফে কসাই ,আজিজ, মতিন,আলি, সোহেল,নজরুল,জুম্মন সহ অজ্ঞাত ৭/৮জন সংঘবদ্ধ হয়ে চরপাড়া তার বাড়ী সামনে অকথ্য ভাষায় গালাগালি ও দেখে নেওয়ার হুমকি দেন। এই সন্ত্রাসীদের নামে হত্যা,ধর্ষন,চাদাবাজি,নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন ছিলো।

এব্যাপারে জানতে চাইলে রূপগঞ্জ থানার ওসি সায়েদ সংবাদচর্চাকে বলেন, লিখিত কোনো অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।