সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভুইয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার ( ১৭ জুন) রাতে স্ট্রোক করে তিনি মারা যান। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা বিসিবি ও যমুনা ব্যাংকের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা। এক শোক বার্তায় মন্ত্রীপুত্র গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেন, এনামুল হক ভুইয়ার মৃত্যু রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি সারাজীবন দলের জন্য কাজ করে গেছেন। তার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ যেনো তাকে বেহেস্ত নসিব করেন।
প্রসঙ্গত এনামুল হক ভুঁইয়া দাউদপুর ইউনিয়নের আমদিয়া এলাকার হাকিম উদ্দিন ভুঁইয়ার ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে আমদিয়া কৃষক শ্রমিক উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তার লাশ স্থানীয় সামাজিক গোরস্থানে দাফন করা হয় ।