সংবাদচর্চা রিপোর্ট : ফতুল্লা থানায় দায়ের করা অস্ত্র মামলায় হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি ক্যাডার মশিউর রহমান রনি। রোববার (২৩ জুন) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলম এর আদালতে হাজিরা দেন তিনি। মামলা নং ৬৬(৯)১৯।
হাজিরা শেষে জেলা ছাত্র দলের সভাপতি মশিউর রহমান রনি বলেন, রাজনৈতিক ভাবে গায়েল করা জন্য আমার উপর মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু মামলা হামলা যতই হোক না কেন বর্তমান সরকার রাজপথের আন্দোলন থেকে আমাদের দাবিয়ে রাখতে পারবেনা। আমরা বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে উজ্জিবিত। আমাদের উপর যতই মামলা দেওয়া হোক না কেন আমরা রাজপথের আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের মুক্তি করে আনবো।
আসামি পক্ষের আইনজীবী হিসাবে আদালতে উপস্থিত ছিলেন এড. সাখাওয়াত হোসেন খান। এ সময় এডভোকেট সাখাওয়াত দৈনিক সংবাদচর্চাকে জানান, ফতুল্লা থানার দায়েক করা অস্ত্র মামলায় জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি হাজিরা দিয়েছেন। এসময় তিনি আরো বলেন এই মামলা রনি জড়িত ছিল না। অহেতুক হেয় প্রতিপন্ন করার জন্য তার উপর সাজানো মিথ্যা মামলায় দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, এমপি শামীম ওসমানের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় মশিউর রহমান রনি তার ফেসবুকে একটি স্টাট্যাস দেন। ওই স্টাট্যাসটি স্থানীয় মিডিয়াতে প্রকাশিত হলে রনিকে নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়। তারপর রনি ১৫ সেপ্টেম্বর ঢাকা থেকে নিখোঁজ হন এবং নিখোঁজের দুই দিন পর ১৭ সেপ্টেম্বর ফতুল্লা থেকে অস্ত্র ৩ রাউন্ড গুলিসহ ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। সেই মামলায় রনি কারাভোগের পর জামিনে মুক্ত রয়েছে।