আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অভিযানের সময় ভারতীয় সেনার মৃত্যু

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সার্চ অপারেশনের সময় পানিতে ডুবে দফদার আসলাম খান নামের এক ভারতীয় সেনার মৃত্যু হয়েছে।

ইন্ডিয়া টুডে’র খবর, গত শুক্রবার সেন্ট্রাল কাশ্মীরের ওয়াসান এলাকায় সার্চ ও করডোন অভিযানের সময় পা পিছলে নদীতে পড়ে যান আসলাম খান। এ সময় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু, তাকে বাঁচানো যায়নি। শ্বাস বন্ধ হয়ে তিনি মারা যান।

৩৯ বছর বসয়ী দফাদার আসলাম খান ২০০০ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।