আজ রবিবার, ১৬ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

অবিলম্বে ভোট বাতিল করা হোক, পুনঃনির্বাচন চাই: ঐক্যফ্রন্ট

ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, ‘দেশের প্রায় সব আসন থেকে ভোট কারচুপির খবর এসেছে। নির্বাচন কমিশনকে (ইসি) বলা হয়েছে অবিলম্বে ভোট বাতিল করা হোক। এবং নির্দলীয় সরকারের অধীনে পুনঃনির্বাচনের দাবি জানাই’।

রবিবার রাত ৮টার পর তিনি এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ২০১৪ নির্বাচন বর্জন ভুল ছিল না তা এই ২০১৮ নির্বাচনে প্রমাণ হয়েছে। দলীয় সরকারের অধীনে কখনই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। চলছে ভোট গণনা। রবিবার সকাল ৮ থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়।

স্পন্সরেড আর্টিকেলঃ