সোনারগাঁয়ে স্কুল ছাত্রীকে অপহরণের ৩ মাস পর মামলা
সোনারগাঁ প্রতিনিধি: নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার ভাড়গাঁও এলাকা থেকে গত তিন মাস পূর্বে নাহিদা নামের এক স্কুল ছাত্রীকে অপহরনের অভিযোগ পাওয়া গেছে।
মামলা সূত্রে জানা যায়,১২ ডিসেম্বর ২০১৭ তারিখে বিকাল ৪ ঘটিকার সময় নাহিদা আক্তার শিমুলী তার বাড়ি থেকে নানীর বাড়ি যাওয়ার পথে সোনারগাঁও থানাধীন ভাড়গাঁও অটো স্ট্যান্ড থেকে ওৎপেতে থাকা আড়াইহাজার থানার বাগপাড়া,মনহরদী গ্রামের শরিফুদ্দিন নকীব এর ছেলে মোবারক নকিব ও তার সহযোগীরা নাহিদাকে অপহরন করে নিয়ে যায়।
এব্যপারে নাহিদার চাচা,(১৭ ফেব্রুয়ারি) শনিবার আজমল হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছে।নাহিদা আক্তার শিমুলী উপজেলার ভাড়গাঁও নাজমুল হকের মেয়ে।
জানতে চাইলে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক ফয়সাল হাওলাদার বলেন,১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২ ঘটিকার সময় আড়াইহাজার ভুলতা গাউছিয়া রাস্তা থেকে নাহিদা আক্তার শিমুলীকে মোবারক নকীবের হাত থেকে উদ্ধার করা হয় এবং অপহরণকারীকে আটক করা হয়েছে।