সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ বলেছেন, ‘আমি পরিস্কার বলতে চাই, অপরাধী যত বড় ক্ষমতাধর হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না।’
বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন । এর আগে পুলিশ সুপার বিকালে শহরের বিভিন্ন সড়ক পরিদর্শন করেন।
সংবাদ সম্মেলন থেকে নির্বাচনে দায়িত্বপালন শেষে ফেরার পথে ট্রলার ডুবির ঘটনায় নিহত পুলিশ সদস্যের রূহের মাগফেরাত কামনা করা হয়।
পুলিশ সুপার বলেন, মেরিএ্যান্ডারসনে অভিযান চালিয়ে ৬৮ জনকে গ্রেপ্তার করেছি। এর আগে সদর থানা এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জুয়ার আসরে একজন সাংবাদিকও ঝড়িত। আমরা সেই সাংবাদিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসপি বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, শহরের শান্তি শ্ঙ্খৃলা বজায় রাখা আমাদের নিয়মিত কাজ। তাই বঙ্গবন্ধু সড়কসহ আশপাশের সড়কে পরিদর্শন করেছি। উদ্দেশ্য ছিলো, নগরীর আইন শ্ঙ্খৃলা, সাধারণ মানুষের নিরাপত্তা ও সড়কের ট্রাফিক ব্যবস্থা দেখা। আমরা অত্যান্ত আনন্দিত যে, ট্রাফিক ব্যবস্থা ভালো। তবে রাস্তার মধ্যে কিছুটা হকার ছিলো। তাদের ফুটপাত ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার সুভাস চন্দ্র সাহাসহ অন্যান্য কর্মকর্তা।