আজ রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘অনিয়ম করার কেউ দুঃসাহস দেখাতে পারবে না’

সংবাদচর্চা রিপোর্ট

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী মাঠে প্রতিপক্ষ হিসেবে বিএনপিকে চাইলেও নিজ দলের মানুষকে পুরোনো ষড়যন্ত্র না করার আগাম সতর্কতা জারি করেছেন। নিজ দলের কেউ নৌকার বিরুদ্ধে যাওয়ার চিন্তা করলেও সেই সিদ্ধান্ত থেকে সরে আসারও আহ্বান জানান আইভী। বেসরকারি একটি টেলিভিশনের প্রতিবেদনে দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

তিনি বলেন, ‘কেউ যদি নৌকার বিরুদ্ধে যাওয়ার চিন্তাও করে তা করাটা ঠিক হবে না। কেউ অন্য চিন্তাভাবনা করলেও তা থেকে সরে এসে নৌকার জন্য কাজ করার আহ্বান জানাবো। আওয়ামী লীগের একটি পক্ষ অন্য আরেকটি পক্ষকে সহ্যই করতে পারে না। এইবারও মানুষের কানাঘুষা ছিল। আমার প্রতিপক্ষ কিন্তু অনেক কিছু করেছে। কিন্তু ঘুরেফিরে চায়ের দোকানে একটাই আলোচনা যে, আইভীর ভরসা শেখ হাসিনা।’

এক প্রশ্নের জবাবে আইভী আরও বলেন, ‘নারায়ণগঞ্জে অনিয়ম করার দুঃসাহস কেউ দেখাতে পারবে না। কেউ দুঃসাহস দেখাতে চাইলে আমিও জনতাকে নিয়ে কঠিনভাবে ব্যবস্থা নেবো।’ সব পক্ষকে নিয়েই নারায়ণগঞ্জের ভোট জমজমাট হবে বলেও মন্তব্য করেন তিনি।