: অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে ‘কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড (সিবিবিএল)’ নারায়ণগঞ্জ শাখার উদ্বোধনী অনুষ্ঠান।
রোববার (২০ অক্টোবর) বিকালে জেলা পুলিশের প্রেরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তাটিতে জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও-৩ মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, আগামী ২১ অক্টোবর পুলিশ লাইন্সে নব-নির্মিত পুলিশ ব্যারাক এবং হরিহর পাড়ার আকবর টাওয়ারে ‘কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড (সিবিবিএল)’ এর শাখার উদ্বোধন করার কথা ছিল বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর। উদ্বোধনী অনুষ্ঠান অনিবার্য কারণবসত স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখ আপনাদেরকে যথা সময়ে জানানো হবে।