২০০০ সাল থেকে পরবর্তী যেকোন বছরে এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ নেতাদের নিয়ে ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন শুরু করেছেন ‘বঞ্চিত’ নেতাকর্মীরা।
মঙ্গলবার দুপুরে নয়া পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনশনে বসেছেন তারা।
প্রসঙ্গত, গত ৩ জুন জাতীয়তাবাদী ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কেন্দ্রীয় কমিটি বাতিল করে বিএনপি। একইসাথে ৪৫ দিনের মধ্যে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন কেন্দ্রীয় সংসদ গঠন করা হবে বলে জানানো হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, জাতীয়তবাদী ছাত্রদলের অনুষ্ঠিতব্য কাউন্সিলে প্রার্থী হতে হলে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাথমিক সদস্য হতে হবে। অবশ্যই বাংলাদেশে অবস্থিত কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র হতে হবে। এছাড়া কেবলমাত্র ২০০০ সাল থেকে পরবর্তীতে যেকোন বছরে এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।