আজ বৃহস্পতিবার, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আমলাপাড়ায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

অজ্ঞাত বৃদ্ধের লাশ

অজ্ঞাত বৃদ্ধের লাশ

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া থেকে অজ্ঞাত বৃদ্ধের (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসীর ধারনা, বৃদ্ধটি ভিক্ষুক অথবা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। তার মুখে সাদা দাড়ি রয়েছে। তাঁর পরনে শার্ট ও সোয়েটার ছিল।
রবিবার (২২ এপ্রিল) সকালে নগরীর আমলাপাড়ার হোসিয়ারি সমিতি ভবনের পাশের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, সকাল থেকেই রাস্তার পাশে বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখেন তারা। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে সকাল সাড়ে ১০টার দিকে সদর থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।
ঘটনাস্থলে থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জয়নাল জানান, মরদেহটি নিয়ে আমরা ওয়ারিশের অপেক্ষায় আছি। মৃত ব্যাক্তির আত্বীয় স্বজন যদি লাশ শনাক্ত করে নিয়ে যায় তবে তাদের হাতে হস্তান্তর করা হবে।