সোনারগাঁয়ে অজ্ঞাত কিশোরীর বস্তাবন্দী লাশ উদ্ধার
সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার কাইকারটেক এলাকা থেকে বস্তাবন্দী এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, সোনারগাঁয়ের মোগরাপড়া ইউনিয়নের কাইকারটেক ব্রীজের পূর্বপাশে ঢাল থেকে (২৬ জানুয়ারি) শুক্রবার সকাল দশটায় ১২/১৩ বছরের এক কিশোরীর বস্তাবন্দী,হাত-পা বাধা এবং মুখে কষ্টিপ লাগানো অজ্ঞাত লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ থানার ওসি মোর্শেদ আলম বলেন,মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক ব্রীজের ঢাল থেকে অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা মর্গে পাঠানো হয়েছে,এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।