আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অগ্রবাণী প্রতিদিন পত্রিকার ৫ম ও নারায়ণগঞ্জ ডট নিউজ অনলাইনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অগ্রবাণী প্রতিদিন

অগ্রবাণী প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক, না’গঞ্জ

অগ্রবাণী প্রতিদিন পত্রিকার ৫ম ও নারায়ণগঞ্জ ডট নিউজ অনলাইনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।  এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের চার বার নির্বাচিত প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের সহধর্মীনি ও রাজনীতিবিদ পারভীন ওসমান।

বুধবার (৩১ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ চাষাড়ার কেন্দ্রীয় শহীদ মিনারে এ আলোচনার সভার আয়োজন করা হয়।

পারভীন ওসমান বলেন, আজকে এই অনুষ্ঠানে আমি আসতে পেরে নিজেকে অনেক ভাগ্যবতী মনে করছি।  স্থানীয় একটি পত্রিকা যখন হাটি হাটি পা-পা করে ৫টি বছর পার করে দেয় দক্ষতা ও নিরপেক্ষতার সাথে, তখন বলতেই হয় দৈনিক অগ্রবাণী প্রতিদিন পত্রিকা সঠিক পথেই এগোচ্ছে। এই পত্রিকার সম্পাদক, সহকারী সম্পাদক সহ সিনিয়র, জুনিয়র সব সাংবাদিক সহ যারা এই পত্রিকার সাথে জড়িত সবাইকে আমি আমার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা (সাংবাদিক) সবসময় চেষ্টা করবেন বস্তনিষ্ঠ সংবাদ জণসাধারনের নিকট তুলে ধরার। সমাজে অন্যায়, অবিচার থেকে অনিয়ম, দুর্ভোগ সবকিছু সত্যতার সাথে তুলে ধরার চেষ্টা করবেন। তাহলেই এক সময় উন্নতির চরম শিখরে যেতে আপনাদের কোন বাধা থাকবে না।

অগ্রবাণী প্রতিদিন ও নারায়ণগঞ্জ ডট নিউজের সম্পাদক ও প্রকাশক স্বপন কুমার পোদ্দার বলেন, আমরা সব সময় চেষ্টা করি সত্য কথা তুলে ধরার জন্য, কারণ সত্যের জয় অনিবার্য। ২০১৪সালে আমাদের পত্রিকার যাত্রা শুরু হয়, আজ আমরা ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান পালন করছি। এটা আমার জন্য খুবই আনন্দদায়ক পাশাপাশি গর্বের। আমার পত্রিকাটি যদিও সাদা-কালো তবুও আপনাদের সবার প্রতি আমার বিনীত অনুরোধ রইলো আমাদের অগ্রবাণী প্রতিদিন পত্রিকাটি পড়বেন এবং দোয়া করবেন আমরা যেন সবসময় আপনাদের সামনে বস্তনিষ্ঠ সংবাদ তুলে ধরতে পারি।

দৈনিক সংবাদচর্চা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুন্না খান বলেন, আজ দৈনিক অগ্রবাণী প্রতিদিন পত্রিকা ও নারায়ণগঞ্জ ডট নিউজের ৫ম ও যথাক্রমে ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্য আমার অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। দেখতে দেখতে তারা ৫টি বছর পার করে ফেললো। আমি সবসময় তাদের পত্রিকাটি ফলো করি। কারণ আমার কাছে মানে হয় তাদের নিউজ গুলো খুবই বস্তনিষ্ঠ। আমি আশা করি তারা সবসময় এই বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যেমে ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।

অগ্রবানী প্রতিদিন ও নারায়ণগঞ্জ ডট নিউজের সহকারী সম্পাদক এনায়েতউল্লাহর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সম্পাদক স্বপন চৌধুরী দৈনিক অগ্রবাণী, নির্বাহী সম্পাদক তানিয়া আক্তার, সহকারী সম্পাদক উত্তম সাহা, দৈনিক সংবাদচর্চা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুন্না খান, রংধনু সমাজ উন্নয়ণ সংস্থার সভাপতি রেজাউল করিম রানা সহ বিভিন্ন স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দরা।

সর্বশেষ সংবাদ