নিজস্ব প্রতিবেদক:
রমজান সংযমের মাস। অথচ ব্যবসায়ীদের কোনো সংযম নেই, দুর্নীতিতে সংযম নেই, লুটপাটে সংযম নেই। রমজান এলে অসাধু ব্যবসায়ীরা তাদের দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়। তারা রমজানে অস্বাভাবিক মুনাফা করে।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করার দাবিতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়নগঞ্জ জেলার শাখার মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
মঙ্গলবার (২২ মে) সকাল সাড়ে ১০টায় সিপিবি নারায়নগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে নারায়নগঞ্জ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাইম খান বিপ্লব, সেলিম মাহমুদ, দুলাল সাহা, জাহাঙ্গির আলম, গণসংহতি আন্দোলন নারায়নগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, কৃষক যখন ধান উৎপাদন করে তখন ধানের মূল্য কমানো হবে। আর যখন সেই ধান থেকে চাল হওয়ার পর জনগন কিনে তার মূল্য হবে ৭০ টাকা।
তারা আরও বলেন, অনেকে বলে চালের মূল্য যখন ৭১ টাকা হবে তখন মুক্তিযুদ্ধের আসল চেতনা বাস্তবায়ন হবে, অথচ সেইচালের দাম আজ ৭১ টাকা ছাড়িয়ে গেছে।