আজ বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হাজী পান্দে আলী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জ জেলার ভূইগড় হাজী পান্দে আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাজিমউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, গীতাপাঠ, জাতীয় সংগীত গাওয়া, জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন, প্রতিযোগীদের কুচকাওয়াজ, অভিবাদন জ্ঞাপন, কপোত মুক্তি, মশাল পরিভ্রমণ ও ক্রীড়া কার্যক্রম ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সুষ্ঠ ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে।ছাত্র-ছাত্রীরা স্বতস্ফূর্তভাবে ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের দাতা সদস্য লায়ন মোঃ আখতারুজ্জামান মনু । ক্রীড়া উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য কাজী আঃ হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মনিরুজ্জামান, নাছিরউদ্দিন সরদার এবং মানিক চাঁন।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির কুমার বালা, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। ক্রীড়া পরিচালনায় সার্বিক তত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ।

সর্বশেষ সংবাদ